TET: ৩৬০০০ চাকরি বাতিল! নজিরবিহীন নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৩৬০০০ চাকরি বাতিলের নির্দেশ। নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে।

New Update
abhijit

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে (TET Scam) ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নজিরবিহীন নির্দেশ। তিন মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। সরকার চাইলে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানাল আদালত। তবে আগামী চার মাস চাকরি থাকবে, বেতন মিলবে পার্শ্ব শিক্ষক (Para Teacher) স্তরে। আগামী ৪ মাস বেতন পাবেন চাকরি বাতিল হওয়া শিক্ষকরা। যাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাঁদের চাকরি বহাল রাখার নির্দেশ। অ্যাপটিটিউড টেস্ট (Aptitude Test) না নিয়েই নিয়োগের অভিযোগ। সংরক্ষণ নীতি না মানার অভিযোগে মামলা। হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার (State Govt)।