/anm-bengali/media/media_files/6uW7CWRsNcrQ0BBVeqbp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের যুক্তরাষ্ট্রে চলল গুলি। রবিবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি পানশালায় চলে গোলাগুলি। এই ঘটনায় ৩জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ২ জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এই গোলাগুলির ঘটনা ঘটালো তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার জেরে পুলিশ তদন্ত শুরু করেছে। এই গোলাগুলির ঘটনায় কানসাস সিটিতে জারি হয়েছে সতর্কতা।