/anm-bengali/media/media_files/NWWwsuWlObnlF8gYTQvU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টি। বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কনরোতে ভয়াবহ ঝড় বৃষ্টির ঘটনা ঘটে। এই ভয়াবহ বৃষ্টিপাতের জেরে একটি নির্মাণাধীন বাড়ি ধসে পড়ে যায়। এই ঘটনায় ২জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭জন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে , এই বন্যার জেরে টেক্সাসে বাড়তে পারে মৃতের সংখ্যা । ইতিমধ্যেই টেক্সাসে জারি হয়েছে সতর্কতা। এ ঘটনার জেরে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। আবহাওয়া দফতর জানিয়েছে , আগামী ২-৩ দিন টেক্সাসে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।