বিরাট বয়কট! জানিয়ে দিল ১৯টি রাজনৈতিক দল

বিরাট সিদ্ধান্ত নিল দেশের ১৯টি রাজনৈতিক দল। জানা গিয়েছে, আজ বুধবার ১৯টি বিরোধী দল আগামী ২৮ শে মে নতুন সংসদ ভবনের (Parliament building) উদ্বোধন বয়কটের জন্য একটি যৌথ বিবৃতি জারি করেছে।

author-image
SWETA MITRA
24 May 2023
বিরাট বয়কট! জানিয়ে দিল ১৯টি রাজনৈতিক দল

নিজস্ব সংবাদদাতাঃ বিরাট সিদ্ধান্ত নিল দেশের ১৯টি রাজনৈতিক দল। জানা গিয়েছে, আজ বুধবার ১৯টি বিরোধী দল আগামী ২৮ শে মে নতুন সংসদ ভবনের (Parliament building) উদ্বোধন বয়কটের জন্য একটি যৌথ বিবৃতি জারি করেছে। আর বিবৃতিতে তাঁরা বলেছে, "যখন সংসদ থেকে গণতন্ত্রের আত্মা কেড়ে নেওয়া হয়েছে, তখন আমরা একটি নতুন ভবনে কোনও মূল্য খুঁজে পাই না।“ উল্লেখ্য, আগামী ২৮ মে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।