বিরাট বয়কট! জানিয়ে দিল ১৯টি রাজনৈতিক দল

বিরাট সিদ্ধান্ত নিল দেশের ১৯টি রাজনৈতিক দল। জানা গিয়েছে, আজ বুধবার ১৯টি বিরোধী দল আগামী ২৮ শে মে নতুন সংসদ ভবনের (Parliament building) উদ্বোধন বয়কটের জন্য একটি যৌথ বিবৃতি জারি করেছে।

author-image
SWETA MITRA
New Update
modi parlia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিরাট সিদ্ধান্ত নিল দেশের ১৯টি রাজনৈতিক দল। জানা গিয়েছে, আজ বুধবার ১৯টিবিরোধীদল আগামী২৮শেমেনতুনসংসদভবনের (Parliament building)উদ্বোধনবয়কটেরজন্যএকটিযৌথবিবৃতিজারিকরেছে। আর বিবৃতিতে তাঁরাবলেছে, "যখনসংসদথেকেগণতন্ত্রেরআত্মাকেড়েনেওয়াহয়েছে, তখনআমরাএকটিনতুনভবনেকোনওমূল্যখুঁজেপাইনা।“ উল্লেখ্য, আগামী ২৮ মে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।