New Update
/anm-bengali/media/media_files/ocJ3vUVRmRvoMEef789l.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রুশ বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের কিয়েভের ওপর হামলা চালায়। এই হামলার জেরে কিয়েভের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। ইতিমধ্যেই কিয়েভে জারি হয়েছে বিমান হামলার সতর্কতা। কিয়েভের প্রশাসনের তরফে জানানো হয়েছে , এই হামলার জেরে ৯জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২০জন। ইতিমধ্যেই কিয়েভে শুরু হয়েছে উদ্ধারকার্য।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us