রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ ! ছড়াল আতঙ্ক

শনিবার বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি শহরে ভয়াবহ বিস্ফোরণ হয় । এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

author-image
Srijita
27 May 2023
রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ ! ছড়াল আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি শহরে ভয়াবহ বিস্ফোরণ।  এই বিস্ফোরণের জেরে ১৬জন আহত হয়েছে বলে জানা গেছে।  আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  এই বিস্ফোরণ কারা করলো তা জানা যায়নি।  এই বিস্ফোরণের জেরে পুল-ই-খুমরি শহরে জারি হয়েছে সতর্কতা।  এই ভয়াবহ ঘটনার জেরে পুলিশ তদন্ত শুরু করেছে ।