নিজস্ব সংবাদদাতা: নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে খুন (Naihati Trinamool Worker Murder Case)। নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার ১। নয়া পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই গ্রেফতার ধৃত অক্ষয় গোন্ড। মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক অক্ষয়।
পুলিশ সূত্রে খবর, এফআইআরে অক্ষয় গোন্ডের নাম আছে। যদিও ঘটনায় মূল অভিযুক্ত রাজেশের খোঁজ মেলেনি এখনও।
উল্লেখ্যা, এদিন নৈহাটিতে খুনের পরে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কয়েকজনের বাড়ি-দোকান ভাঙচুর করা হয়েছে। অর্জুন সিংকে নিয়ে এলাকা পরিদর্শন সুকান্ত মজুমদারের।