New Update
/anm-bengali/media/media_files/lJPPfi62hbcy8Vuo74Nr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গুর দাপটের মধ্যেই ম্যালেরিয়ার চোখরাঙানি। ১জন একইসঙ্গে আক্রান্ত হয়েছেন ডেঙ্গু এবং ম্যালেরিয়ায়। এই মরশুমে প্রথম এমন ঘটনার কথা জানা গেল।
ডেঙ্গুতে আংক্রান্ত হয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। হুগলিতে চলতি সপ্তাহে ডেঙ্গুতে আংক্রান্ত হয়েছেন ৪৩ জন। ডেঙ্গুতে আংক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ১৫ জন। নদিয়ায় চলতি সপ্তাহে ডেঙ্গুতে আংক্রান্ত হয়েছেন ২৯৩ জন। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ৪ জন।