New Update
/anm-bengali/media/media_files/pGgzZAejt1DdtlqHtYBI.jpg)
নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ বিকেলে খড়্গপুরের ধান সিং ময়দানে সভা করতে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
/anm-bengali/media/post_attachments/2bac9719b5a75bb4dbb80baceed30fa6d4d7e49f3ad7ded59e68210355f221ea.webp)
সেই সভামঞ্চের প্রস্তুতি চলাকালীন সেই মঞ্চের আশেপাশের দেওয়ালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছে। যেসব ব্যানারে লেখা আছে, রেলের কোয়ার্টার বেহাল অবস্থায় পড়ে আছে। রেল এলাকায় জলের সমস্যা রয়েছে। রেল এলাকায় পথ বাতির সমস্যা রয়েছে। রেল হাসপাতালে চিকিৎসার অভাব এবং খড়গপুর শহরে রেল জমিতে বসবাস করা ব্যক্তিদের পাট্টা দিতে হবে।
/anm-bengali/media/post_attachments/9dd544d5-ef7.png)
এই ব্যানার লাগানো নিয়ে সভামঞ্চের কাছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/post_attachments/d4040c7b-44f.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us