New Update
/anm-bengali/media/media_files/BWSmmt2VtUkt6CsjsfPN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের প্রচার চলছে। চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে। বাংলায় পরবর্তী নির্বাচন রয়েছে পঞ্চম দফায়। জোর কদমে তাই প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/04/Untitled-design-2023-04-03T224145.784.png)
তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারের মুখ হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তেমনি ঝাড়গ্রামের এক সভাতে প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যায়। তৎক্ষণাৎ তিনি নিজের হাতে চটি তুলে নিয়ে, তাতে সেফটিপিন লাগিয়ে নেন। মুখ্যমন্ত্রীর এমন আচরণে সভায় উপস্থিত কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
/anm-bengali/media/post_attachments/0fa0fe1df486ab114c897d5cbb546f53752f4c265561f7ec4bfa21d635f083e0.jpg?w=414)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us