/anm-bengali/media/media_files/Tx4yBcsQSbYwqFvP92BT.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ঘাটাল শহরে রামনবমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুই তারকা প্রার্থী দেব এবং হিরণ। রামনবমীর অনুষ্ঠানে অংশ নেওয়ার পরেই নির্বাচনী প্রচারে বের হয়েছেন দুই তারকা প্রার্থী। একদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব এবং অপরদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/post_attachments/ff8387cc-d6b.png)
আজ ঘাটালের কুশপাতা এলাকায় রাম মন্দির পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রচার শুরু করেন দীপক অধিকারী। অপরদিকে ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ড এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। এদিন হিরণ্ময় চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের দেবের ফাটা জিন্স পরে ঈদের অনুষ্ঠানে অংশ নেওয়াকে কটাক্ষ করেছেন।
/anm-bengali/media/post_attachments/3b09f6ad-432.png)
হিরণ আরও বলেন যে, '' তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে। '' তবে এদিন হিরণের মন্তব্য প্রসঙ্গে দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি হালকা হেসে বলেন, ''জয় শ্রীরাম।''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us