/anm-bengali/media/media_files/ZCbouF5CNJ5u6YPxYUfw.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আদিবাসীদের পোশাকে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী। ধামসা মাদলের তালে মন খুলে নাচলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে জন সংযোগে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব।
/anm-bengali/media/post_attachments/af104998-ee7.png)
এই জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের অন্তগর্ত আদিবাসী সম্প্রদায়ের তৃণমূলের কর্মীরা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়াসহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/8d2836ef-bf5.png)
এদিন দেব মঞ্চে উঠে আসতেই আদিবাসী রীতি রেওয়াজ মেনে তাকে আদিবাসী মহিলারা বরণ করে নেন। বরণ করার পরে তার কোমরে এবং মাথায় গামছা পরানো হয়। বরণ করার পরেই আদিবাসীদের সাথে ধামসা মাদলের তালে নাচতে শুরু করেন তারকা প্রার্থী দেব। শুধু তাই'ই নয়, তারকাকে মাদল বাজাতেও দেখা গিয়েছে।
তারকাকে এভাবে নাচতে দেখে উৎসাহিত জনতার মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us