/anm-bengali/media/media_files/wj720hHrDvCOgqMmjHIU.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ লোকসভা নির্বাচনের পূর্বে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতৃত্ব ও কর্মীদের পুনরায় দলে ফেরালো তৃণমূল। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।
/anm-bengali/media/post_attachments/ba62163f-71f.png)
মূলত গড়বেতা ২ নং ব্লকের শারবৎ ৮ নং অঞ্চলের সভাপতি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মনিরুল খান, ST সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি চিন্ময় মাহাতোসহ বেশ কয়েকজন বহিষ্কৃত তৃণমূল নেতা কর্মীদের এদিন পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয় এবং পুনরায় আগের মতো তাদের সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে।
/anm-bengali/media/post_attachments/fa421a3c-d1c.png)
এছাড়াও এদিন গড়বেতা ২ নং ব্লকের দুজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন সব মিলিয়ে প্রায় ৫০ জন তৃণমূলে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us