New Update
/anm-bengali/media/media_files/8kBMGnEYjh6YWe4X1D8m.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনে বাংলায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেস এক নয়া চমক দিয়েছিল। একগুচ্ছ নতুন মুখকে সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় ছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দিদি নম্বর ওয়ান স্টার, অভিনেত্রী প্রমুখ।
/anm-bengali/media/post_attachments/7ad1db5c90f9abd923d4e1db713ea7c63a18fcad06bcd97eaf75e67b93a1cf2c.jpg)
ফল প্রকাশের পরে সেইসব নতুন মুখই এবার সাংসদ হিসেবে লোকসভায় যেতে চলেছে। আসুন দেখে নিই তাদের একটি তালিকা। তারা হলেন, জগদীশ বসুনিয়া, ইউসুফ পাঠান, বাপি হালদার, অরুপ চক্রবর্তী, কালীপদ সোরেন, জুন মালিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, মিতালি বাগ, রচনা বন্দোপাধ্যায়, সায়নী ঘোষ। নতুন এই ১১ জন আগামী দিনে যেতে চলেছেন সংসদ ভবনে।
/anm-bengali/media/post_attachments/c6eff9d3-f8e.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us