লোকসভা নির্বাচনের আগেই সাসপেন্ড হওয়া নেতাদের দলে ফেরালো তৃণমূল কংগ্রেস

তুলে নেওয়া হল সাসপেনশন।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ তমলুকের বিধায়ক কার্যালয়ে শহীদ মাতঙ্গিনি ব্লক, তমলুক ব্লকের পুরানো নেতৃত্ববর্গ ও দলের সাসপেন্ড হওয়া নেতৃত্বদের পুনরায় দলে নিযুক্ত করল তৃণমূল কংগ্রেস। এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কার্যক্রম করা হয়।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য, তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা তমলুকের বিধায়ক অধ্যাপক ড.সৌমেন কুমার মহাপাত্র, জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, প্রাক্তন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ জেলার নেতৃত্ব সোমনাথ বেরাসহ তমলুক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া, তমলুক শহর আই.এন.টি.টি.ইউ.সির সভাপতি পঞ্চানন খামরুই, শহর সম্পাদক সুজিত প্রধানসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। 

Add 1