/anm-bengali/media/media_files/6FOptjnp6CEPdD93nEId.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রচার। পিঁছিয়ে নেই কোনও রাজনৈতিক দলই। এই আবহেই ঘাটালের খড়ার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে রোড শো করেন অভিনেতা দেব। তিনি পৌঁছে যান খড়ারের কৃষ্ণপুর এলাকায়। খেলার মাঠে নেমে ব্যাট হাতে খেলা শুরু করেন দেব।
খড়ার থেকে কুরাণ, গোবিন্দপুর হয়ে পৌঁছে যায় ঘাটাল ব্লকের ইড়পালা এলাকায়। এরপরে ঘাটালের ইড়পালা বাসস্ট্যান্ডে দাদুর চায়ের দোকানে হঠাৎ দাঁড়িয়ে যায় দেবের গাড়ি। গাড়ি থেকে নেমে দেব দাদুর দোকানে চা খেয়ে, মিঠাপাতা পান তাতে সুপরি, মৌরি কস্তুরী দিয়ে পান খেলেন দেব। এরপরে আবার প্রচার শুরু করেন দেব।
/anm-bengali/media/post_attachments/b41d7726-b22.png)
এক কথায় দিনভর কর্মী সমর্থকদের নিয়ে ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রচারে ঝড় তুলেছেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। তৃতীয় বারের জন্য তৃণমূলের টিকিটে ফের ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে এবারের নির্বাচনী প্রচারে একবারে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা দেবকে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us