New Update
/anm-bengali/media/media_files/yPFyYcFLtHWYQYKXefo9.jpg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ আজ বিকেলে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব। প্রচারে এসে তিনি বলেন যে, '' কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমি টাকা ইনকাম করতে আসিনি, মানুষের জন্য রাজনীতিতে এসেছি। দিদি আমাকে কথা দিয়েছে এবারে মাস্টার প্ল্যান হবেই। ''
/anm-bengali/media/post_attachments/5dc7f98a-782.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, দাসপুরের দেবকুল ভুবনেশ্বর শিব মন্দিরে পূজো দিলেন তৃণমূল অভিনেতা প্রার্থী দেব। দেবকে দেখতে মন্দির চত্বরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মত।
/anm-bengali/media/media_files/GdQmm1C9fL4GLwKaSVMU.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us