নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে এক কর্মী সভায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জনসভায় এসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে কটাক্ষের সরাসরি জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, '' সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানে। ৯ আগষ্ট ২০১০ লালগড়ের ভিডিও হলে প্রথম তৃণমূলের সভা হয় আমার উদ্যোগে। তখন বর্তমান নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় চিনতেনই না। আমি এলাকায় শান্তি ফেরানোর লক্ষে কাজ করেছিলাম। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছিলাম। ''
/anm-bengali/media/media_files/rgEgQKLPrEgxW5BUH6AX.jpg)
তিনি আরও বলেন যে, '' জঙ্গলমহল কিছু পায়নি। বিল্ডিং হয়েছে কিন্তু শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। মেডিকেল কলেজ হয়েছে প্রধান মন্ত্রীর উদ্যোগে। এখানে রাজ্যে কোনও কাজ নেই। তাই সবাই পাশ্ববর্তী রাজ্যে চলে যায়। এখানে চারটে ব্লকে স্পেশাল অডিট পাঠিয়ে দেখবেন, সমস্ত টাকা বাকি নেতারা খেয়ে ফেলেছে। আবাসের বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদি। তবে সেগুলো সাধারণ মানুষ পায়নি। নদীর চরের বালি, কাকড় সব বেচে দিয়েছে। ফলে বন্যায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ''
তিনি আরও বলেন যে, '' বালি তুলে ভাইপোকে টাকা কে পাঠাচ্ছে ? হাজার হাজার লাখ লাখ টাকা আসছে গরু পাচার করে। প্রতি গরুতে ২হাজার টাকা পুলিশ নেয় আর বাকি ২ হাজার টাকা ভাইপো নেয়। মুখ্যমন্ত্রী শুধু বলেন ১০০০টাকা দিয়েছি। ওটা কি তোর বাবার টাকা ? আমি ৩০০০ টাকা করে দেবো। ''
/anm-bengali/media/post_attachments/92e577de02d2a744a44c7bd5ce94c4e37ce2a4b0ea169fe214c798ecfea40d2b.jpg)
তিনি আরও জানান যে, '' জঙ্গলমহলে এইমস এর মতো হাসপাতাল দেবেন বলে গেছেন অমিত শাহ। জনজাতির কাছে আবেদন যে দয়া করে তৃণমূলকে ভোট দেবেন না। প্রধানমন্ত্রী এক আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে। মমতার সরকার জসবন্ত সিং কে ভোট দিয়েছে। লোকসভার ভোটের পরে ২ লক্ষ জন বিশ্বকর্মাকে লোন দেবো আমরা। ওবিসি সম্প্রদায়ের মানুষদের আমরা সহযোগিতা করতে চাই। কুড়মি সমাজ আন্দোলন করছে। এদের আমরা কোনো বিরোধিতা করিনি। ভাইপো বলেছে কুড়মিদের ভোট লাগবে না। তৃণমূলকে জেতাতে অনুপ মাহাত, পুরুলিয়ার অজিত মাহাত বিজেপির ভোট কাটার জন্য নেমেছে। কুড়মিদের অনেকে আমাকে সমর্থন করবে বলেছেন। কুড়মি ভাইদের বলছি সাত বছরে ১০ বার জাস্টিফিকেশান চেয়েছে কেন্দ্র। কিন্তু ঠগি পিসি তার একটারও উত্তর দেয়নি। জিজ্ঞেস করুন কুড়মিদের জেল খাটালো কে ? তৃণমূল। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
'' গদ্দার, মিরজাফর ! '' মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব শুভেন্দুর
কড়া জবাব শুভেন্দুর।
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে এক কর্মী সভায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জনসভায় এসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে কটাক্ষের সরাসরি জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, '' সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানে। ৯ আগষ্ট ২০১০ লালগড়ের ভিডিও হলে প্রথম তৃণমূলের সভা হয় আমার উদ্যোগে। তখন বর্তমান নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় চিনতেনই না। আমি এলাকায় শান্তি ফেরানোর লক্ষে কাজ করেছিলাম। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছিলাম। ''
তিনি আরও বলেন যে, '' জঙ্গলমহল কিছু পায়নি। বিল্ডিং হয়েছে কিন্তু শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। মেডিকেল কলেজ হয়েছে প্রধান মন্ত্রীর উদ্যোগে। এখানে রাজ্যে কোনও কাজ নেই। তাই সবাই পাশ্ববর্তী রাজ্যে চলে যায়। এখানে চারটে ব্লকে স্পেশাল অডিট পাঠিয়ে দেখবেন, সমস্ত টাকা বাকি নেতারা খেয়ে ফেলেছে। আবাসের বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদি। তবে সেগুলো সাধারণ মানুষ পায়নি। নদীর চরের বালি, কাকড় সব বেচে দিয়েছে। ফলে বন্যায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ''
তিনি আরও বলেন যে, '' বালি তুলে ভাইপোকে টাকা কে পাঠাচ্ছে ? হাজার হাজার লাখ লাখ টাকা আসছে গরু পাচার করে। প্রতি গরুতে ২হাজার টাকা পুলিশ নেয় আর বাকি ২ হাজার টাকা ভাইপো নেয়। মুখ্যমন্ত্রী শুধু বলেন ১০০০টাকা দিয়েছি। ওটা কি তোর বাবার টাকা ? আমি ৩০০০ টাকা করে দেবো। ''
তিনি আরও জানান যে, '' জঙ্গলমহলে এইমস এর মতো হাসপাতাল দেবেন বলে গেছেন অমিত শাহ। জনজাতির কাছে আবেদন যে দয়া করে তৃণমূলকে ভোট দেবেন না। প্রধানমন্ত্রী এক আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে। মমতার সরকার জসবন্ত সিং কে ভোট দিয়েছে। লোকসভার ভোটের পরে ২ লক্ষ জন বিশ্বকর্মাকে লোন দেবো আমরা। ওবিসি সম্প্রদায়ের মানুষদের আমরা সহযোগিতা করতে চাই। কুড়মি সমাজ আন্দোলন করছে। এদের আমরা কোনো বিরোধিতা করিনি। ভাইপো বলেছে কুড়মিদের ভোট লাগবে না। তৃণমূলকে জেতাতে অনুপ মাহাত, পুরুলিয়ার অজিত মাহাত বিজেপির ভোট কাটার জন্য নেমেছে। কুড়মিদের অনেকে আমাকে সমর্থন করবে বলেছেন। কুড়মি ভাইদের বলছি সাত বছরে ১০ বার জাস্টিফিকেশান চেয়েছে কেন্দ্র। কিন্তু ঠগি পিসি তার একটারও উত্তর দেয়নি। জিজ্ঞেস করুন কুড়মিদের জেল খাটালো কে ? তৃণমূল। ''