'' আমার কাছে প্রত্যেক মা, কন্যা, বোন প্রত্যেকেই 'শক্তি'র রূপ ''

নারী শক্তির গুণগানে নরেন্দ্র মোদী।

author-image
Adrita
New Update
হ

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। মাত্র এক মাস বাকি রয়েছে নির্বাচন শুরু হতে। তাই প্রচার শুরু হয়ে গিয়েছে তুঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী প্রচারে বেরিয়েছেন। 

Lok Sabha Election 2024 | PM Narendra Modi attacks TMC on Sandeshkhali  issue in Lok Sabha Election dgtl - Anandabazar

জাগতিয়ালে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, " ভারত জোট তাদের ইস্তাহারে বলেছে যে তাদের লড়াই 'শক্তি'র বিরুদ্ধে। আমার কাছে প্রত্যেক মা, কন্যা, বোন প্রত্যেকেই 'শক্তি'র রূপ। আমি 'শক্তি' রূপে তাদের পুজো করি। আমি ভারত মাতার উপাসক। ওদের ইস্তেহার হল 'শক্তি' শেষ করা, আর আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি...' ম্যায় জান কি বাজি লাগা দুঙ্গা...। ''  

cityaddnew

স

স

Add 1