/anm-bengali/media/media_files/4fj3L5cP5V3nfVPSQtIW.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হল দুর্গাপুর। এই বিষয়ে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অভিযোগ," লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিলীপ ঘোষের সমর্থনে ইস্পাত নগরীর একটি বাড়ির লিখন করেছিলেন। রবিবার দুপুরে সেই দেওয়াল লিখন মুছে দেয় এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকি এবং হামলা চালানো হয় বলে অভিযোগ। "
/anm-bengali/media/post_attachments/42a0dacf-ee7.png)
পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ। তার অভিযোগ যে," বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন করেছিলেন। সেই দেওয়াল মুছে বিজেপির কর্মীরা দেওয়ার লিখন করেছিল। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলা চালায় বলে অভিযোগ। "
পুলিশের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এলাকায় মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us