/anm-bengali/media/media_files/CXkdKwynXOjH7rht05rz.jpg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ দাসপুর দু নম্বর ব্লকের তেঁতুলতলা বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। তারপর নৈহাটি গ্রামে শিব ও শীতলা মন্দিরে পুজো দিয়ে আরিট শীতলা মন্দিরে পূজো দিয়ে বেনাই হয়ে পৌঁছে যান কৈজুড়ি এলাকায়।
/anm-bengali/media/post_attachments/ae8d6e36-eed.png)
অভিনেতা দীপক অধিকারীকে দেখতে রাস্তার ধারে ধারে ভিড় জমান অগণিত দর্শক। কৈজুড়ি হরিনাম সংকীর্তনেও অংশ নেন তিনি। মাইক্রোফোন হাতে দর্শনার্থীদের সাথে দু-এক কথাও বলেন।
/anm-bengali/media/post_attachments/54cb07e7-6d3.png)
এক কথায় বৃহস্পতিবার দুপুর থেকে কোথাও মন্দিরে পুজো আবার কোথাও গাড়ি থেকে নেমে এলাকার মানুষের সাথে কথা বলা আবার কখনও সেলফি, অটোগ্রাফ আবার কোথাও মাইক্রোফোন হাতে জনগণের উদ্যেশে দু'চার কথা এভাবেই কেটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সারাটা দিন।
/anm-bengali/media/post_attachments/eaba1b4c-101.png)
আজ দাসপুর দুই ব্লকের একাধিক জায়গায় প্রচার সারলেন অভিনেতা দেব। দাসপুরে দীপক অধিকারী বলেন, '' আমি ভোটে দাঁড়াতাম না। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই দাঁড়িয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভেবে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু করার জন্য অনুমতিও চাওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। এরপর আপনারাই ভাববেন ভোটটা কাকে দেবেন ? ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us