New Update
/anm-bengali/media/media_files/FSA9lsOZCdhWiTkcMIRa.jpg)
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ সপরিবারের ভোট দিলেন তমলুক বিধানসভার বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র। ভোট দেওয়ার পরে নিজের সোশ্যাল মিডিয়াতে লিখলেন " সপরিবারে উন্নয়নের পক্ষে ভোট দিলাম। "
/anm-bengali/media/post_attachments/290c29bf-31a.png)
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার বাসিন্দা তমলুকের বিধায়ক তথা তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র। এদিন তার সঙ্গে ছিলেন পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মহাপাত্রসহ পরিবারের সদস্যরা।
/anm-bengali/media/post_attachments/f6029da6-3c6.png)
নির্বাচনের কাজ শেষে তিনি বলেন, '' দল যখন যেভাবে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এবারেও তার ত্রুটি হয়নি। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us