/anm-bengali/media/media_files/1SOc8GrsGvDBgaZapCJX.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচন যত এগিয়েছে, ততই প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি মাঠে নেমে কথা বললেন এলাকার চাষীদের সাথে। এলাকার মানুষদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করেন তিনি। তার বক্তব্য যে, ' কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বোঝে। তাই কৃষকদের জন্য যা কিছু করেছে কেন্দ্র সরকার, সেই সব রাজ্য সরকার শুধুমাত্র প্রচার করে যাচ্ছে। '
/anm-bengali/media/post_attachments/8f24cdbf-bc0.png)
হিরণ আর বলেন যে, ' মোদির পরিবার কৃষকের কষ্ট বোঝেন। আর বর্তমান সময়ে কৃষকরা কি অবস্থায় আছে তা বোঝার জন্যই প্রায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও ধান কাটতে মাঠে নামেন তারা। ' তীব্র গরমের মধ্যেও মাঠে নেমে ধান কাটাকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কেশপুরের চাষীদের মন জয় করার জন্য এক অভিনব প্রয়াস বলে মনে করেছেন।
/anm-bengali/media/post_attachments/0c723fe9-1f9.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us