/anm-bengali/media/media_files/3VMKcHmUAWMHfum4hQfU.jpg)
নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ আসানসোল লোকসভা কেন্দ্রের জন্যে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসানসোল কেন্দ্রের জন্যে নির্ধারিত হলেও তিনি নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে বিভিন্ন মন্দিরে যেমন পুজো অর্চনা করছেন, তেমনই নতুন করে জনসংযোগ ভিত্তি সুদৃঢ় করতে প্রায়শই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
এনআইএ বিতর্কের আবহে সোমবার সাত সকালেই জিতেন্দ্র তিওয়ারিকে তার অনুগামীদের সাথে কুলটি ক্লাব অঞ্চলে মনিংওয়ার্ক করতে দেখা যায়। সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান কুলটি গল্ফ গ্রাউণ্ড মাঠে। এরপর সেখানে ফুটবল খেলোয়াড়দের সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন তিনি। পরবর্তী ক্ষেত্রে গল্ফ গ্রাউণ্ড থেকে পায়ে হেঁটে উপস্থিত হন কুলটির রাণীতলায়। রাণীতলায় কর্মী সমর্থকদের সাথে চা চক্রে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি।
/anm-bengali/media/post_attachments/29ebf304-8ff.png)
এরই সাথে তিনি স্থানীয় অধিবাসীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ও আলাপচারিতা করেন। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, '' রাজনৈতিক ব্যক্তিরা যখনই জনগণের মধ্যে আসেন তখনই তা জনসংযোগের আকার ধারণ করে। তবে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ কুলটির মানুষ এখানকার অধিবাসীরা তার পরিবারের অংশ। তাদের সাথে সাক্ষাৎ বা তাদের খোঁজখবর নিতে আসাটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসংযোগ অভিযান নয়। ''
/anm-bengali/media/post_attachments/81af37cb-eee.png)
পাশাপাশি এদিন এনআইএ বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,'' রাজ্যের বিরোধী নেতা এবং দলের মুখ্যসচেতক, রাজ্য সভাপতি সবাই এই বিষয়ে বক্তব্য পেশ করেছে। তাই তার নিজের আর কিছু বলার নেই। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us