/anm-bengali/media/media_files/BDKjgPh5hqyt6e7YbhZU.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আজ ১লা বৈশাখ, বাংলার নববর্ষ। এই নববর্ষের দিনেই ডেবরায় নির্বাচনী প্রচারে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী। এদিন ডেবরা ব্লকের টাবাগেড়িয়া এলাকায় একটি পথসভা করেন তিনি। তারপর একটি গণেশ পুজোর উদ্বোধন করেন তিনি। এরপরে তিনি সত্যপুর সমাজ কল্যাণ সংঘের গৌরাঙ্গ মহাপ্রভু অনুষ্ঠানে যোগ দেন।
/anm-bengali/media/post_attachments/c1396ed2-ae9.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সারাদিন ডেবরা বিধানসভায় নানা কর্মসূচী রয়েছে দেবের। আজ দেবের সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর, সভাপতি সীতেশ ধাড়া সহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/0133fa41-0ee.png)
এদিন বক্তব্য রাখতে গিয়ে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, '' টাবাগেড়িয়াতে কাঁসাই নদীর ওপর ব্রীজটাও তৈরী হবে। '' প্রচারের পাশাপাশি এদিন তিনি সত্যপুর সমাজ কল্যাণ সংঘের গৌরাঙ্গ মহাপ্রভু অনুষ্ঠানে এসে নিজে হাতে মানুষজনকে প্রসাদ বিতরণ করেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us