/anm-bengali/media/media_files/pPZXsFzQARXJLJzlckX6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের মাঝেই বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কোর্ট জানিয়েছে যে ব্যালটে নয়, ইভিএমেই হবে ভোট। নির্বাচন কমিশনকে ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
/anm-bengali/media/post_attachments/49aa05a53a367d4e7898ebc289e216d5e6b396ee4941fceb83f33610beaef85e.jpg?im=FeatureCrop,size=(826,465))
এক্ষেত্রে প্রসঙ্গত যে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/d66a65869eaf6af4c198271fcb9ab1ca1ccc918d45839912029667c7af6b1139.jpg?impolicy=website&width=640&height=480)
সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রায় ঘোষণা করে বলেন, “ ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু কোনও ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করাও সংশয় তৈরি করে। অর্থবহ সমালোচনার প্রয়োজন, তা সে বিচারব্যবস্থাই হোক বা আইন। গণতন্ত্র হল শান্তি বজায় রাখা ও গণতন্ত্রের প্রতিটি স্তম্ভের উপরে ভরসা রাখা। বিশ্বাস ও সহযোগিতার সংস্কৃতিকে মজবুত করেই আমরা গণতন্ত্রের কণ্ঠস্বরকে মজবুত করতে পারব। ”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us