কাঠফাটা রোদকে উপেক্ষা করে পায়ে হেঁটে প্রচারে বামপ্রার্থী তপন গাঙ্গুলী

নির্বাচনে জোরদার কৌশল সিপিএমের।

author-image
Adrita
New Update
fed

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ চড়া রোদ্দুরকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাজনা বাজিয়ে পায়ে হেঁটে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভোট প্রচারে বের হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলী।

ঘাটালের নারায়ণপুর থেকে মিছিল শুরু করে মহারাজপুর, নলগেড়িয়া, সোলাগেড়িয়া হয়ে চকলছিপুর পর্যন্ত ৬ কিলোমিটার তীব্র গরমের মধ্যেই চলছে প্রচার। প্রার্থী কোথাও মাচায় বসে বিশ্রাম নেন আবার কোথাও গাছের তলায় ছায়াতে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী। 

দেশে বিভাজনের রাজনীতি, বেকারদের কর্মসংস্থান, গ্রামীণ কর্মসংস্থানের জন্য বরাদ্দ টাকা কমিয়ে দিচ্ছে কেন্দ্র, সংবিধান বহির্ভূত কাজসহ একাধিক অভিযোগ তুলে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন সিপিআই প্রার্থী। কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতিকে তুলে ধরে প্রচারে শান দিচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি।

Add 1