/anm-bengali/media/media_files/d1e9qeHYwjsYfFFHZ7Qa.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগেই বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে, রেমালের প্রভাব কমতেই বাড়তে চলেছে তাপমাত্রা। ঝড়ের প্রভাব কাটতেই একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে তাপমাত্রা।
/anm-bengali/media/post_attachments/39a47536342caca0f962c268073a2fa97eef902834f29b659868260be86ca15a.jpg?size=948:533)
আর মাত্র দুদিন পরেই লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট রয়েছে। এই আবহেই আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, বঙ্গে ভোটের আগেই আসতে চলেছে বর্ষা। আজ বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর বাকি দুদিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে, কলকাতাতে এখনই বৃষ্টির কোনও সম্ভবনা নেই। কলকাতাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
/anm-bengali/media/post_attachments/056844dd6c8230755a9ce37d6b736cfaed0a01e13eda2aca7d52795d8d634918.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us