New Update
/anm-bengali/media/media_files/U7gyQUBusrEsAi0pA203.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ পঞ্চম দফার ভোট পর্বে হুগলী লোকসভা কেন্দ্রের আরামবাগের খানাকুলে বোমাবাজি করার অভিযোগ প্রকাশ্যে এলো। সূত্রের খবর, খানাকুলের ঘোলা প্রাথমিক বিদ্যালয়ে যে বুথ, সেই বুথের ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে এক ব্যক্তি মোটর সাইকেলে করে বোমা নিয়ে ভয় দেখাচ্ছিলেন।
/anm-bengali/media/media_files/AXB0JAvKf54TmAEbeWVP.jpg)
তারপরই ওই যুবককে আটক করে পুলিশ বাহিনী।
এছাড়াও, তার কাছ থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে স্থানীয় পুলিশ।
/anm-bengali/media/post_attachments/edaf2a266b3c231c384cade71eefc61ade115231cab5f2809a3d5422f712b11a.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us