'' বিজেপির ইশতেহারে বিশ্বাস করা ঠিক নয় '' জানিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়গে

বিজেপিকে কটাক্ষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "...  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি কৃষকদের আয় দ্বিগুণ করবেন। উনি বলেছিলেন, ন্যূনতম সহায়ক মূল্য বাড়াবেন, আইনি গ্যারান্টি দেবেন— এটাই গ্যারান্টি। তিনি তার মেয়াদে এমন কোনো বড় কাজ করেননি যাতে দেশের সব মানুষ উপকৃত হয়। যুবকরা চাকরি খুঁজছে। মূল্যস্ফীতি বাড়ছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে তিনি চিন্তিত নন। গত ১০ বছরে এই মানুষটি গরিবদের জন্য কিছুই করতে পারেননি। তার ইশতেহারে বিশ্বাস করা ঠিক নয়। এটা প্রমাণ করে যে তার কাছে মানুষকে দেওয়ার মতো কিছুই নেই..." 

Congress president: Mallikarjun Kharge officially takes over as Congress  president - The Economic Times

Add 1