New Update
/anm-bengali/media/media_files/sss6eZK3AIWE6DxsKd4Z.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ গরমে হাঁসফাস করার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তবে তার মধ্যেই শুক্রবার শীতলা মন্দিরে পূজো দিয়ে আশ্রমের মহারাজের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুরে তালন্দা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। পাশাপাশি এই এলাকাতেই একটি আশ্রমের মহারাজের সঙ্গেও কথা বলেন তিনি।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আশ্রম থেকে বেড়িয়ে একটি পথসভাতেও যোগদান করার কথা রয়েছে প্রার্থী দেবের। এদিন দেবের সঙ্গে ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর ও সহ সভাপতি সীতেশ ধাড়াসহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us