/anm-bengali/media/media_files/n2kSiXvo9jTIuPv6Cz1M.jpg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ লোকসভা নির্বাচন আসন্ন। এই আবহেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/post_attachments/93ef0b56-437.png)
প্রচারে বেড়িয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, '' কে প্রার্থী সেটা বড় কথা নয়। মানুষ নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেবেন মানুষ। মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। স্বাধীনতা সংগ্রামের মাটি মেদিনীপুরের মানুষ তৈরি আছে পদ্ম ফোটাবার জন্য। গোটা পশ্চিমবঙ্গই আমার চেনা। মেদিনীপুরের মাটি আমার কাছে নতুন কিছু নয়। দিলীপ ঘোষের ফেলে যাওয়া কেন্দ্রে আমি এসেছি, দিলীপ দার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। আমি দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়েই মেদিনীপুরের মাটিতে এসেছি। দিলীপ দা আমার নেতা ছিলেন। আমাকে উনি রাজ্য সম্পাদিকা করেছিলেন। ''
/anm-bengali/media/post_attachments/7872955a-3fd.png)
মেদিনীপুর শহরে প্রবেশ করেই বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us