New Update
/anm-bengali/media/media_files/49dbZSUsCst1PV6Eu74N.jpg)
দিগ্বিজয় মাহালি, সবংঃ রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ব্যানার, পোস্টার ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণ বুথে।
/anm-bengali/media/post_attachments/07d6200d-a95.png)
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানান, '' রাতের অন্ধকারে বিজেপি আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। পুকুরে ফেলে দিয়েছে। এটা বিজেপির কালচার। আমরা সবং থানায় লিখিত অভিযোগ জানাবো। ''
/anm-bengali/media/post_attachments/8cbeaba1-b2d.png)
অপরদিকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, '' আমরা প্রার্থীকে নিয়ে প্রচারে ব্যস্ত রয়েছি ৷ মানুষজনের কাছে যাচ্ছি। এটা ওদের গোষ্ঠী কোন্দলের কারণে হয়েছে। তিনি জানিয়েছেন যে এই অভিযোগ ভিত্তিহীন। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us