New Update
/anm-bengali/media/media_files/tWs7h5yS6DVwihycmuxe.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে দুর্গাপুরের কুরুরিয়া এলাকার ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে মহিলাদের কাছে রাখি বাঁধলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মহিলাদের দেওয়া মিষ্টিও খেলেন তিনি। এরপর মিলন পল্লীতে হরিবাসরে যোগ দিয়ে খোল বাজালেন তিনি।
/anm-bengali/media/post_attachments/6d089ef5-9f7.png)
দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করে কীর্তি আজাদ বলেন, '' পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দুর্গাপুরে দিলীপ ঘোষ নামের এক মহিষাসুর এসেছে। উনিও তো কোন মহিলার পেট থেকেই জন্ম গ্রহণ করেছেন, তাহলে মহিলাদের অপমান করেন কি করে। উনি উল্টোপাল্টা মন্তব্য করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন। ''
এই ঘটনার জন্যই কীর্তি আজাদ মহিলাদের কাছ থেকে রাখি বেঁধে মহিলাদের সম্মান রক্ষার শপথ নিলেন। এছাড়াও, ১ লাখ ভোটে হারিয়ে বাড়ি পাঠাবো বলেও কটাক্ষ করেন তিনি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us