New Update
/anm-bengali/media/media_files/Tzh6oBCRJJLk9MvuTFFA.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ সকাল থেকেই সারাদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার অন্তর্গত ডেবরা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিভিন্ন এলাকায় প্রচারের মাঝে জনসংযোগ সারছেন তিনি। তবে প্রচারের মাঝে ডেবরার শ্রীপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে জনসংযোগের মাঝেই একজনের রান্নাঘরে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী।
/anm-bengali/media/post_attachments/bb4ef842-12c.png)
বাড়ির মহিলাদের সাথে হাতে হাত মিলিয়ে খুন্তি নাড়তেও দেখা গেল হিরণকে। শুধু রান্নাই নয় ওই বাড়িতে দ্বিপ্রহরিক আহারও করলেন হিরণ। মেনুতে খোসলা শাক, ইচোড়ের তরকারি, মাছ ভাজা। বাড়ির সদস্যদের মতোই বিজেপি প্রার্থীকে হঠাৎ বাড়িতে পেয়ে রীতিমতো উচ্ছসিত বাড়ির সদস্যরা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us