New Update
/anm-bengali/media/media_files/vJe9b5J5ovXRPsJbctwu.jpeg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আজ দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বারাটি শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্ট্যোপাধ্যায়। মন্দিরে উপস্থিত হয়ে হাতে পদ্মফুল নিয়ে পুজো করেন হিরণ। ফুল হাতে নিয়েই তিনি শুভেচ্ছা জানান বিজেপির নেতা কর্মীদের।
/anm-bengali/media/post_attachments/8ed8da80-473.png)
এদিন প্রার্থী তথা অভিনেতা হিরণকে কাছে পেয়ে সেলফি তোলার ভিড়ও ছিল ভক্তদের মধ্যে। সূত্র মারফত জানা গিয়েছে যে আজ ডেবরার লোয়াদাসহ বেশ কয়েকটি জায়গায় সারাদিনের কর্মসূচী রয়েছে হিরণের।
/anm-bengali/media/post_attachments/6b3cacad-25a.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us