New Update
/anm-bengali/media/media_files/Ftpr88oXTTjS1U5S7YDI.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার প্রচার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রচার চালাচ্ছেন বিভিন্ন জেলায়।
/anm-bengali/media/post_attachments/68306690011a1397b07cbbfa9769780191940705870574bf64cb4c7ad2bf7dfc.jpg)
সোমবার তিনি বাঁকুড়ার ওন্দায় এক জনসভা করেছেন। সেখান থেকে তিনি লক্ষীর ভান্ডার নিয়ে এক বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, " লক্ষীর ভান্ডার যখন আমি শুরু করেছিলাম, তখন আমি ভেবেছিলাম ৬০ বছর বয়স পর্যন্ত করব। কিন্তু আমরা ঠিক করেছি, যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। অর্থাৎ শুধুমাত্র ৬০ বছর পর্যন্ত মহিলারাই নন, এবার থেকে আজীবন লক্ষীর ভান্ডার পেতে চলেছেন বাংলার মহিলারা। "
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/07/lakshmi-bhandar-mamata.jpeg.webp)
প্রচারে বেড়িয়ে জনসভা থেকে এমনটাই প্রতিশ্রুতি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us