জানেন নরেন্দ্র মোদীর ব্যবহার করা গাড়ির আসল রহস্য কি ?

মোদীর গাড়ি সম্পর্কে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।

author-image
Adrita
New Update
ds

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট দোরগোড়ায়। শেষ মুহুূর্তে বাংলা সহ মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ মুহূর্তের প্রচারে চমক এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জানেন কি প্রধানমন্ত্রী যে গাড়িটিতে করে প্রচার সারেন সেটার বিশেষত্ব কতটা ?

PM Modi to Lay Foundation Stone of Ultra Mega Solar Park - Equitypandit

সূত্র মারফত জানা গিয়েছে যে, এই গাড়িটি নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া। এটিতে বুলেটপ্রুফ প্রটেকশন রয়েছে। এমনকি এই গাড়িতে বোমা হামলা হলেও যাত্রীদের কোনও ক্ষতি হবেনা। 

Narendra Modi (@narendramodi) / X

Add 1