New Update
/anm-bengali/media/media_files/8FKv0nC1O0m2iiBRrXAf.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বাংলার লোকসভা ভোটে পরাজয় হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাকে সান্ত্বনা দিতে তার সমব্যথী হয়ে পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, '' দিলীপদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। ওর জন্য সত্যিই খারাপ লাগছে। ''
/anm-bengali/media/post_attachments/1c51144cb0b70ee1e383afa4aafed7b68322a94da9ad82f13518c2eea67bac04.jpg)
তিনি আরও জানিয়েছেন, '' এই পরাজয় নিয়ে আমার বলা সাজে না। এটা বিজেপির অভ্যন্তরীন বিষয়। কিন্তু যেদিন বিজেপির কেউ ছিল না সেদিন দিলীপ ঘোষ ছিলেন। বাইরের কেউ এসে দলে ছড়ি ঘোরাবে। আর দিলীপ ঘোষ যিনি দলের পুরনো কর্মী, তিনি সাইড লাইনে চলে যাবেন। এটা মানা যায় না। এটা যে কোনও দলেরই পুরনো কর্মীদের খারাপ লাগার বিষয়। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2020/06/Firhad-Hakim-Dilip-Ghosh.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us