ভোট দিতে যেতে যাতায়াতের অসুবিধা, ভোটকেন্দ্র গ্রামের মধ্যে করার দাবী স্থানীয়দের

ভোটকেন্দ্র এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে।

author-image
Adrita
New Update
m

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ গ্রাম থেকে পায়ে হেঁটে অনেকটা দূর যেতে হয় ভোট কেন্দ্রে ভোট দিতে। যার জেরে সমস্যায় পড়তে হয় মহিলা ও বয়স্কদের। ভোট কেন্দ্র স্থানান্তর করে গ্রামের মধ্যে করার দাবীতে ভোট বয়কটের ডাক দিল দাসপুরে। গ্রামের শেষ প্রান্তে বসবাস, তাই পৌঁছায়নি উন্নয়ন। ভোটকেন্দ্র এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। গ্রামের মধ্যে ভোটকেন্দ্র করার দাবী নিয়ে দাসপুরে গ্রামের সম্মুখেই দেওয়া হল ভোট বয়কটের পোস্টার।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গৌরা রথতলা এলাকার ভূঁইয়্যা ও শাসমল পাড়ার। এখানে প্রায় ১৫-২০ টি পরিবারের বাস রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ যে, ভোট দিতে যাওয়ার জন্য রাস্তা উপযোগী নেই, মহিলা ও বয়স্কদের দূরে ভোট কেন্দ্রে বয়ে নিয়ে যাওয়া বেশ ভোগান্তির। দূরে ভোট কেন্দ্র হওয়ায় বাড়ির মহিলারা ভোট দিতে যেতে রাজি হয়না। তাই ভোট কেন্দ্র স্থানান্তরের দাবী গত পঞ্চায়েত ভোটে জানানো হলেও এখনও অবধি কোনো সুরাহা হয়নি। চলতি বছরের লোকসভা ভোটেও দূরে ভোট দিতে যাওয়া থেকে বিরত থাকতেই ভোট বয়কটের পোস্টার লাগানো হয়েছে। 

Add 1