New Update
/anm-bengali/media/media_files/4JNpOq0om9SuFTsFzizS.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটালে প্রচারে এসে দাসপুরের রসিকগঞ্জে আগুনে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শন করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেব। কারখানা পরিদর্শনের পর কর্মহীন শ্রমিকদের সাথে মাটিতে বসে কথা বলা থেকে তাদের দাবিদাওয়া মন দিয়ে শোনেন দেব।
রসিকগঞ্জে দেবকে দেখতে কারখানার সামনেই অগনিত মানুষের ভিড় জমে যায়।দেবকে ছুঁতে রীতিমতো হুড়োহুড়িও পড়ে যায় দেবের ভক্তদের মধ্যে। রসিকগঞ্জে ভস্মীভূত কারখানা পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু ও তার বিরুদ্ধে তোলা বিজেপি প্রার্থী হিরণের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দেন দেব। তার মুখেই শুনে নিন তিনি কি বলেছেন।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us