/anm-bengali/media/media_files/iBEXGXhni9fXz6nOAAIM.jpeg)
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ আগামী ২৫ শে মে লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে প্রচারে। সেই নিরিখে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি সমর্থনে কোলাঘাটের গোপালনগর থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রচার মিছিল হয়।
এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বামপ্রার্থী সায়ন ব্যানার্জী এবং তার সমর্থনে মিছিলে পা মেলান সায়ন ব্যানার্জীর সহধর্মী তমাশ্রী দেবনাথ, রাজ্য নেতা সুজন চক্রবর্তী। বামকর্মী সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচার করে সিপিআইএম প্রার্থী। মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করেন বাম প্রার্থী। রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষের সাথে হাত মেলান, কথা বলেন এবং বাজারের মধ্যে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে কথা বলে ভোট প্রচার করেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জী। তবে তমলুক লোকসভা কেন্দ্রে জয়ের প্রতি সম্পূর্ণ আশাবাদী বাম প্রার্থী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us