New Update
/anm-bengali/media/media_files/tmco6muO1Jf86NqEqpfN.jpg)
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র হল তমলুক ও কাঁথি। এই দুই লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলকে।
/anm-bengali/media/post_attachments/7dcd0598-d7d.png)
ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল চত্বর। পুলিশি নিরাপত্তা রয়েছে বাইরের গেটে। ভেতরে রয়েছে ইভিএম মেশিন। মেশিনগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
আগামীকাল অর্থাৎ ৪ তারিখ রয়েছে নির্বাচনের ফল ঘোষণা। ইভিএম মেশিনে রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ। ইভিএম মেশিন ঘিরে মোট ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে কি ঘটবে তমলুক লোকসভা কেন্দ্রে সেই নিয়ে রয়েছে চরম উত্তেজনা।
/anm-bengali/media/post_attachments/2e592159-dd6.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us