শ্রীরাম এবং নরেন্দ্র মোদীর ব্যঙ্গচিত্র ! সোশ্যাল মিডিয়া তোলপাড়

সতীশ আচার্যের গ্রেফতারের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া।

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব বাকি রয়েছে। এই সময়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে। শ্রীরাম এবং নরেন্দ্র মোদীর ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিখ্যাত কার্টুনিস্ট সতীশ আচার্যের এই ব্যঙ্গচিত্রটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, নরেন্দ্র মোদী কোনও মন্দিরে আছেন আর সেই মন্দিরের বাইরে এসে উপস্থিত হয়েছেন স্বয়ং ভগবান শ্রীরাম। ভগবান শ্রীরামকে দেখে মোদী জিজ্ঞাসা করছেন, ' আপ কৌন ? '

With India's election in full swing, Narendra Modi is getting desperate –  and dangerous | Salil Tripathi | The Guardian

Congress Lok Sabha tally will be at all-time low, says Modi - The Hindu

এই চিত্রের ফলে কার্টুনিস্ট সতীশ আচার্যের গ্রেফতারির আর্জি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

Add 1