New Update
/anm-bengali/media/media_files/piNN2GwWasgVpp66qW4g.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা সদ্যই শেষ হয়েছে। বাকি দফার নির্বাচনের জন্য জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে সূত্র মারফত জানা গিয়েছে যে, ভোটের ফলাফলের আগেই বঙ্গ সফরে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
/anm-bengali/media/post_attachments/a48a8e76e71cade949a67868ac16d7203ccda83b29c86da739b536de829ac079.jpg)
বিজেপি সূত্রের খবর, আগামী ৩০ এপ্রিল বাংলায় তিনটি সভা করার কথা রয়েছে যোগীর। বহরমপুর, আসানসোল এবং বীরভূম তিনটি জেলায় সভা করবেন যোগী। আরও জানা গিয়েছে যে, একই দিনে অর্থাৎ ৩০ এপ্রিল বর্ধমান এবং নদিয়ায় সভা করার কথা রয়েছে শাহের।
এক্ষেত্রে প্রসঙ্গত যে, মোদী বাংলায় টার্গেট সেট করে দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/845ab7f2bffa13e1aadeb102e82c03fa25c859f31143d2bc5e13ec18c8f8fb74.jpg?impolicy=website&width=770&height=431)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us