/anm-bengali/media/media_files/utDYReoErWeWKxn5N8a0.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতীরা লাগালো আগুন, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। লোকসভা নির্বাচনের মুখে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজড়া গ্রামে।
জানা গেছে, গতকাল রাত্রে এই কুজড়া গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন। সেই সময় ওই বিজেপির পঞ্চায়েত সদস্যে রূপা পালোই ও তার সপরিবারে দেখতে গিয়েছিলেন সেই হরিনাম সংকীর্তন। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। গতকাল রাত্রি আনুমানিক ৯ টা এই ঘটনা ঘটে। হরিনাম সংকীর্তনে থাকাকালীন ওই বিজেপির পঞ্চায়েত খবর পেয়ে যখন ছুটে আসেন বাড়িতে তখন এসে দেখেন পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি, মারা গেছে ২টি ছাগল। এর পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত আবাসপত্র, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। তবে কে এই ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত চাইছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ পরিবারের লোকজন।
তৃণমূলের তরফেও সঠিক তদন্তের মাধ্যমে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। এ বিষয়ে ব্লকের এক তৃণমূল নেতা মানিক মিশ্র বলেন, " এই ঘটনা আমরা সমর্থন করি না , যারাই এই ঘটনা ঘটাক এটা খুব খারাপ কাজ প্রশাসন এর সঠিক তদন্ত করবে। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us