প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া

বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
স

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ প্রচারে বেরিয়ে নিজেদের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার আসানসোলের কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শো ছিল সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার। কিন্তু কেন্দুয়া বাজারে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। এক বিক্ষোভকারী জিসান কুরেসি অভিযোগ করেছেন যে, ' প্রার্থী প্রচারে আসছেন তা তাকে জানানো হয়নি। ' 

বিক্ষোভকারী আরও জানিয়েছেন যে, ' কুলটির বর্তমান বিধায়ক গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই কারণে কুলটিবাসীরা বিজেপির প্রার্থীকে ভোট দান থেকে বিরত থাকবে। ' পাশাপাশি তিনি নিজেকে গত আসানসোল পুরনিগমের নির্বাচনের প্রার্থী বলেও দাবি করেছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কুলটির কেন্দুয়া বাজারে।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, '' খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ যার নাম ঘোষণা করেছেন, একজন কর্মী হিসেবে তিনি বুঝতে চাইছেন না যে প্রার্থী হিসেবে কাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি কাদের প্রত্যাশী। ''

অন্যদিকে বিজেপি প্রার্থীর রোড শো তে দেখা যায় বেশ কিছু নাবালক শিশুকে, যারা পতাকা হাতে রোড শোতে অংশ নিয়েছে। যা নির্বাচনবিধির বিরুদ্ধে বলে অভিযোগ। এই বিষয়ে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, '' মোদিজীর বিকশিত ভারতের আহ্বায়ক হিসেবেই ওই শিশুরা এই মিছিলে এসে দেশের উন্নয়নকে যেন আহ্বান জানাচ্ছেন। এছাড়াও, অন্যদিকে গরু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা। 

Add 1