New Update
/anm-bengali/media/media_files/j35wBB5cmSlqpDqjZUuf.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ডেবরাঃ বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে শোকজ নোটিশ ! এক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ীর চেম্বারে ঢুকে টাইট দেওয়ার নিদান দেন হিরণ। পাশাপাশি এলাকায় কেউ গেলে ঝাঁটা লাঠি হাতে তাড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি।
/anm-bengali/media/post_attachments/e33dc985-5ef.png)
তারপরেই ২৪ ঘন্টার মধ্যে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে শোকজ নোটিস দিলো নির্বাচন কমিশন। আগামী ২৮ শে মার্চ বিকেল ৫টার মধ্যে এর উত্তর দিতে হবে তাকে। নাহলে নির্বাচন বিধি ভঙ্গের জন্য অন্য ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন।
/anm-bengali/media/post_attachments/acaf1844-1f4.png)
তবে শোকজের ব্যাপারে ডেবরার অর্জুনী এলাকায় জনসংযোগে এসে হিরন বলেন, আমি এই ধরনের কোনো নোটিশ পাইনি। আর কোনো আধিকারিককে ধমকও দিইনি।
এই ঘটনাকে নিয়ে হিরণকে কটাক্ষ করলো তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us