/anm-bengali/media/media_files/z629CwZaCASCdyoREFMi.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ভোটের প্রচারের সময় নানা অভিনব কায়দা অবলম্বন করে থাকে রাজনৈতিক নেতারা। কেউ রান্না করে, তো কেউ আবার খাবার পরিবেশন করে। তাই সোমবার ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর তেঘরী গ্রাম পঞ্চায়েতের কোতায় গ্রামে প্রচারে গিয়ে কৃষকের কাছ থেকে কাঁধে ধানের বাঁক নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ।
/anm-bengali/media/post_attachments/74261b49-762.png)
প্রচারের সঙ্গেই তিনি কৃষকের সাথে কথা বলেন। তিনি কৃষকদের জানান যে, ' এত ভারী বাঁক কিভাবে আপনারা বয়ে নিয়ে যান। সত্যিই চাষীদের কত কষ্ট হয়। আমি তো ভেবেছিলাম যে এটি খুব হালকা হবে হয়তো। কিন্তু এখনো আমার কাঁধে ব্যথা রয়েছে। ''
তিনি আরও জানিয়েছেন যে, '' বাংলায় ১২২ জন কৃষক আত্মহত্যা করেছে। তার কারণ এত কষ্ট করে তারা ফসল উৎপাদন করছে, অথছ সঠিক দামটা তারা পাচ্ছেন না। বাংলার সরকার চাষীদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা, ফসলের ন্যায্য মূল্যটুকুও দিচ্ছে না। এত কষ্ট করে ফসল ফলান অথচ সঠিক দাম পান না। সরকার চাষীদের বিষয়ে মাথা ঘামাচ্ছে না। কৃষকরা যদি জমিতে ফসল না ফলান তাহলে কেউ খেতেই পাবেন না, অথচ কৃষকদের নিয়ে সরকার কিছু করছে না। ''
/anm-bengali/media/post_attachments/936f11e7-98d.png)
প্রচারে বেরিয়ে একটি শিশুকে নিয়ে আনন্দ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী হিরণকে। প্রচারে বেরিয়ে প্রায়শই হিরণকে দেখা যাচ্ছে ছোট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে। এভাবেই কেশপুরের আনন্দপুর এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us