New Update
/anm-bengali/media/media_files/njQvZIS1h4Oz2b3PXYzs.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ ২২ শে মার্চ শুক্রবার দাসপুরের বেনাই অঞ্চল এলাকায় ভোট প্রচারে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। তাকে দেখতে এদিন কৈজুড়ি উচ্চ বিদ্যালয় ও কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসুকতা ছিল চরমে। প্রথমে তিনি কৈজুড়ি শিব শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত ২০০ মিটার রাস্তা পদযাত্রা করেন। সেখান থেকে কৈজুড়ি রাজবংশী পাড়াতে আসেন, সেখানেও রোড শো করেন, তারপর আরিট উচ্চ বিদ্যালয়ের কাছে এসে উপস্থিত হন। ওই অঞ্চলের আরো কিছু এলাকায় প্রচারের পর মধ্যাহ্নভোজন সেরে বিকেলে খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় ও নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় প্রচার শুরু করবেন। ক্ষেপুতেশ্বরী মন্দিরে পুজো দিতে পারেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us